Banner Top

হাবড়া গণদীপায়ন অগ্নিবীণা স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট
 দাবদাহ লাইভ, অনন্ত চক্রবর্তীঃ হাবড়া গণদীপায়ন অগ্নিবীণা  স্পোটিং ক্লাবের পরিচালনায়  আজ ১৭জানুয়ারী আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ৷ ক্লাব কর্ণধার প্রসেনজিৎ পোদ্দারের জন্মদিন উপলক্ষে ক্লাব সদস্যরা এই টুর্নামেন্টের আয়োজন করে ৷ মঙ্গলদীপ প্রজ্বলন ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত মেহমানরা ৷ মাঙ্গলিক এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক কল্যাণব্রত দত্ত, ক্লাব সম্পাদক তাপস পোদ্দার, সমীর চক্রবর্তী, সৌহার্দ্য দে, পার্থ সিকদার, শুভ সরকার প্রমুখ ৷ প্রসেনজিৎবাবু জানান, “বছরভর বহুমুখি জনকল্যাণ মূলক কার্জকলাপ আমরা করে থাকি ৷ এই টুর্নামেন্ট তারই অঙ্গ ৷ এলাকাবাসীদের সঙ্গে নিয়ে ভালো কিছু করতে আমরা সর্বদাই প্রস্তুত ৷ আগামী ১ফেব্রুয়ারী ক্লাব ময়দানের হরিনাম সংকীর্তনে সকলকে স্বাগত জানাই ৷” জন্ম দিবস উপলক্ষে এ হেন রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের আয়োজনে খুশি এলাকাবাসী ৷

হাবড়া গণদীপায়ন অগ্নিবীণা স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment