Banner Top

বিবেকানন্দের জন্ম দিবস পালনে রক্তদান শিবির

                                দাবদাহ লাইভ, নববারাকপুর, অলোক আচার্যঃ স্বামী বিবেকানন্দর আদর্শ ভাবধারা ও চিন্তাধারা যুব সমাজের মধ্যে বেশি করে ছড়িয়ে দিতে নববারাকপুর স্বামীজি এন্ড নেতাজী ইনস্টিটিউশন রক্তদান শিবিরের করল স্হানীয় শক্তি সংঘ প্রাঙ্গণে। স্বামী বিবেকানন্দের মন্ত্রে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংস্থার শিল্পীরা। মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নদীয়া রামকৃষ্ণ সারদা আশ্রমের স্বামী আদিনাথা নন্দ মহারাজ। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুর প্রতিনিধি সুদীপ ঘোষ, বেবী চক্রবর্তী, পূজা গুপ্ত, নির্মিকা বাগচী, শোভা রায়, সমাজসেবী গৌতম মজুমদার, অসিত ভট্টাচার্য, নাট্য ব্যক্তিত্ব মিলন বসু,সত্যব্রত সোম সহ বিশিষ্ট জনেরা। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান অনুষ্ঠান সম্পন্ন হয়। উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সন্মানিত করেন সংস্থার যুবক যুবতীরা। স্বামী আদিনাথানন্দ মহারাজ বলেন, শুধু নিজের স্বার্থসিদ্ধি নয়; অপর মানব জাতির সেবায় ভালো সন্তানরা ভালো কাজ করুন এই বিশেষ দিনে। যুব সম্প্রদায় এগিয়ে এসেছেন ভারত মাতার বীর সন্তানকে শ্রদ্ধা জানাতে। রক্তের সমস্যা দূর হবে। ভালো সন্তানের জন্ম দিন। ভালো শিক্ষা দিন এই বার্তাই তিনি দেন স্বামী বিবেকানন্দের পুন্য জন্মদিনে। সংস্থার অন্যতম চন্দ্র দীপ দে বলেন যুব সমাজকে এগিয়ে আসতে হবে ভাল কাজে। স্বামী বিবেকানন্দের  ১৬১তম জন্মদিবসে নববারাকপুরে স্বামীজি এন্ড নেতাজী ইনস্টিটিউশনের রক্তদান শিবির ঘিরে যুবক যুবতীদের উন্মাদনা পরিলক্ষিত হয়।

বিবেকানন্দের জন্ম দিবস পালনে রক্তদান শিবির
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment