কুণাল ঘোষকে দেখে দলীয় সভায় লাল সেলাম
দাবদাহ লাইভ, পূর্ব মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষকে লক্ষ্য করে লাল সেলাম স্লোগান দিতে থাকে কিছু মানুষ। স্লোগান শুনে হতবাক তৃণমূল কংগ্রেস নেতা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দিতে পাঁশকুড়ায় গিয়েছিলেন কুণাল ঘোষ। দলীয় নেতাকে সামনে পেয়ে স্লোগান দিচ্ছিলেন স্থানীয় নেতা কর্মীরা। তার মধ্যেই কানে আসে ‘কুণাল ঘোষ লাল সেলাম, লাল সেলাম’। যা শুনে চমকে যান তিনি। দলের কর্মসূচিতে বামেদের স্লোগান উঠছে দেখে স্থানীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জানা যায় আসল কারণ। ২০২১ সালের রাজ্যের বিধানসভা ভোটের আগে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাম নেতা সুধাংশু আদক যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তাঁর সঙ্গে যোগ দেন তাঁর একাধিক অনুগামী। আর সুধাংশুর অনুরাগীরাই কুণাল ঘোষের উপস্থিতিতে লাল সেলাম স্লোগান দেন। কেন দিলেন এই স্লোগান? উত্তরে তিনি জানিয়েছেন, আসলে দীর্ঘদিন তাঁর অনুগামীরা এই স্লোগানে অভ্যস্ত ছিলেন। তাই স্বাভাবিক ভাবেই তাঁদের মুখ দিয়ে এই স্লোগান বেরিয়ে এসেছিল। যদিও সম্বিত ফিরতেই সেই স্লোগান বন্ধ করে তাঁরা বর্তমান দলের স্লোগান দেন। গোটা বিষয়টি নিয়ে কুণাল ঘোষ এক বাম নেতার কথা মনে করিয়ে বলেছেন, উনি জানলে খুব খুশি হতেন।








