সরকারি প্রজেক্টে ব্যবসা রমরমিয়ে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী
দাবদাহ লাইভ, ঘাটাল, অক্ষয় গুছাইতঃ সরকারি জায়গায় প্রাচীরের মধ্যে ইট, বালি, স্টোন চিপস রেখে দিব্য চলছে ব্যবসা। সব দেখেও নিরব গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনশুকা-১ গ্রাম পঞ্চায়েতের জলট্যাঙ্ক সংলগ্ন এলাকার ঘটনা। এই অঞ্চলের একটি সরকারি জায়গায় দীর্ঘ দু’বছর আগে পার্ক তৈরি করে বৃক্ষরোপণ করার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারনে থমকে যায় সেই প্রকল্প। এলাকার মানুষের অভিযোগ, পার্ক এবং ট্রী প্ল্যানটেশন হওয়ার কথা থাকলেও তা না হয়ে এটা হয়ে গেল ইমারাতি দ্রব্যের ব্যবসার জায়গা। প্রশ্ন হল কেন দীর্ঘদিন অসম্পূর্ণ থেকে গেল গ্রাম পঞ্চায়েতের এই প্রজেক্ট? কাদের মদতে এই জায়গা বালি খাদানে পরিণত হল? তা নিয়ে গ্রামবাসীদের সংশয় রয়েছে। জানা গিয়েছে, গাড়ির ধাক্কায় প্রাচীরের একটি দেয়ালও নড়বড়ে হয়ে গিয়েছে। এই নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান রাত্রি পণ্ডিত সাতিক বলেন, ওই জায়গায় বালি-স্টোন-চিপসের ব্যবসা করার কাউকে অনুমতি দেওয়া হয়নি। যারা রাখে তাদের একবার বারণ করা হয়েছিল। আবার নোটিশ লাগিয়ে দেওয়া হবে। প্রজেক্টের কাজ বন্ধ প্রসঙ্গে প্রধান বলেন, স্কিমের টাকা বন্ধ হওয়ার কারণেই ওই প্রজেক্টের কাজ সম্পূর্ণ করা যায় নি। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলেন, ওই জায়গাটিতে বর্তমানে সয়েল ম্যানেজমেন্ট এর একটি ভাল প্রজেক্টৈর কাজ চলছে। ওখানে যে ব্যবসায়ীরা ইমারতী দ্রব্য রেখে ব্যবসা করছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানের পক্ষ থেকে একটি নোটিশ দিয়ে খুব শীঘ্রই তা বন্ধ করা হবে। এই নিয়ে সরব হয়েছেন বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়ক শিতল কপাট। তাঁর দাবি, তৃণমূল নেতাদের মদতেই সরকারি প্রজেক্টের চার দেওয়ালের মধ্যে রমরমিয়ে চলছে ইমারতি দ্রব্যের ব্যাবসা। তৃণমূলের মদতপুষ্টরাই ওই জায়গা দখল করে ব্যবসা চালাচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ীদের তরফ থেকে এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি।








