মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে শুরু হল ক্রীড়া প্রতিযোগিতা। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতা চলবে আগামী ১৫ই জানুয়ারী পর্যন্ত। ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব, এছাড়া পরিষদের সদস্যরা। মোট ৬০০-র উপরে প্রতিযোগী অংশগ্রহণ করেছে। মোট দলের সংখ্যা ১৭। প্রতিযোগিতার অন্তিম দিনে বিশেষ বিশেষ অনুষ্ঠান থাকবে বলে উদ্যোক্তারা জানালেন।
মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা
0%








