সেন্ট জন এ্যাম্বুলেন্স প্রাথমিক প্রতিবিধান প্রতিযোগিতা ২০২৩
দাবদাহ লাইভ, বারাসাত, নীতিবিকাশ ঘোষঃ বারাসাত সেন্ট জন এ্যাম্বুলেন্স (ইন্ডিয়া) ২৪তম প্রাথমিক প্রতিবিধান প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়। সারা রাজ্যের প্রায় শতাধিক দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। ক্যাডেট বিভাগ বিবেকানন্দ সেবা সমিতি স্কাউট গ্রুপ বিজয়ী হয়েছে। গ্রুপ লিডার সরণাভ দে, অবিম ধর, নিশান শীল, শতদ্রু দাস, সমদ্বি পাল, কাব মাষ্টার জয়দেব বিশ্বাস ও দেবারতি দে।
সেন্ট জন এ্যাম্বুলেন্স প্রাথমিক প্রতিবিধান প্রতিযোগিতা ২০২৩
0%








