নবান্ন সাংস্কৃতিক উৎসব শিলিগুড়িতে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ আগামী ৩০ শে জানুয়ারি থেকে ৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি মহকুমা উৎসব ‘নবান্ন’ । শিলিগুড়ি মহকুমার চারটি ব্লক জুড়ে চলবে এই মেগা সাংস্কৃতিক উৎসব মাননীয় সভাধিপতি এস এম পি, জেলা শাসক দার্জিলিং, মহকুমা শাসক শিলিগুড়ি মহাশয়দের উপস্থিতিতে তারই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাকক্ষে বললেন মেয়র গৌতম দেব। তিনি জানালেন আমাদের প্রধান লক্ষ এই উৎসবকে সফল করে তোলা।তাই আমরা চেষ্টা করছি যাতে এই জনপ্রিয় উৎসবকে উপরে নিয়ে যাওয়া যায়। এদিন গৌতম দেবের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমার অন্যান্য আধিকারিকেরা। শিলিগুড়িতে এই উৎসবকে ঘিরে ঘিরে মানুষের আগ্রহ প্রচণ্ডভাবে বেড়েছে।তাই আমাদের লক্ষ থাকবে এই উৎসবকে সফল করা। শিলিগুড়ির মানুষের আগ্রহ প্রচণ্ডভাবে বেড়েছে এই উৎসবের জন্য।এই শীতে এই উৎসব আলাদাভাবে আমাদের আনন্দ জোগাবে বলে জানালেন মেয়র। সবার সহযোগীতা আমাদের সবার প্রয়োজন মেয়র জানালেন।








