খেলাধুলা সহ সাংষ্কৃতিক মত বিনিময় আলোচনা
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের শিতো-রিয়ো ক্যারাটে ডো ফেডারেশনের পক্ষে ৪জনের এক প্রতিনিধি দলের সাথে স্থানীয় ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডাঃ তপন কুমার বিশ্বাসের সহিত সাংষ্কৃতিক মানসিকতা বিনিময় আলোচনা হয় উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এসোসিয়েশন কার্যালয়। উভয় দেশের সংস্কৃতি ধরে রাখার ক্ষেত্রে মানবিক মূল্যবোধের প্রয়োজনীয়তা সহ খেলাধুলার মানোন্নয়ন নিয়েও সামান্য মত বিনিময় হয়। বাংলাদেশ দলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর (তাপস) এর প্রতিনিধি ১৩নং ওয়ার্ড কাউন্সিলার এনামুল হক আবুল। এই টীম লিডারের সাথে ক্যারাটে কোচ মোস্তাফিজুর রহমান, টীম ম্যানেজার রফিকুল ইসলাম, অফিসিয়াল হিসাবে এইচ, এম রায়হান। এই আলোচনায় বারাসাত প্রেস ক্লাবের প্রতিনিধি সাংবাদিক নীতিবিকাশ ঘোষ ও মাবজুল চৌধুরী উপস্থিত ছিলেন।









