নক আউট ক্রিকেট টুর্ণামেন্ট শিলিগুড়িতে
ডিজিটাল দিবারাত্র শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ বিধাননগরে স্বর্গীয় লাবণ্য কুমার ঘোষ মেমোরিয়াল নক আউট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করলেন তৃণমূল জেলা সভাপতি পাপিয়া ঘোষ। সাথে ছিলেন মেয়র গৌতম দেব। এই প্রতিযোগিতার উদ্বোধন করে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান শীতের ক্রিকেট প্রতিযোগিতার আনন্দ সবচাইতে বেশী। তাই একটু অন্য ধরনের প্রতিযোগীতার জন্য আসলাম। আমি একজন মহিলা হলেও খেলাধুলা ভালোবাসী। আমি নিজেও সবাইকে উৎসাহ দিয়ে থাকি। আজ এখানে এসে খেলোয়াড়দের সাথে পরিচয় করে ভালো লাগল। সবাইকে আমার শুভেচ্ছা থাকল। এবং ভালো খেলার আশায় থাকলাম। অপরদিকে, পাঁচকেলগুড়ি একতা সংঘের পরিচালনায় ডিজিটাল ডে এন্ড নাইট নকআউট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ভালোবাসা মোড়ে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় মোট আঠেরোটি দল অংশগ্রহন করছে। এই প্রতিযোগীতায উদ্বোধন করে আজকে নিজেই ক্রিকেট ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন মেয়র গৌতম দেব। তিনি জানালেন ছোটবেলা থেকেই ক্রিকেট খেলেছি এবং ক্রিকেট দেখেছি টিভিতে। ভারত যখন প্রথম ক্রিকেটের বিশ্বকাপ জিতল আমার বয়স তিরিশেরও নীচে। সেই সময় আমার উচ্ছাস এখনো আমার মনে আছে। আজ এই প্রতিযোগীতার উদ্বোধন করে আমার নিজের ছোটবেলার কথাই মনে হল। আমি নিজে বসে কিছুক্ষন দেখব খেলা জানালেন মেয়র গৌতম দেব।








