জাতীয় কারাটে চ্যাম্পিয়নশিপের সূচনা শিলিগুড়িতে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ইন্টারন্যাশনাল শিটো র্যু কারাটে ফেডারেশন, ইন্ডিয়া -র উদ্যোগে অষ্টম আই এস কে এফ জাতীয় কারাটে চ্যাম্পিয়নশিপ এর শুভ সূচনা করলেন মেয়র গৌতম দেব। আজ প্রচণ্ড ঠান্ডায় শিলিগুড়ির তরাই তারাপদ ইষ্কুলে এই প্রতিযোগিতার সূচনা করে মেয়র জানান প্রচণ্ড ঠান্ডায় এই প্রতিযোগিতা ঘিরে উৎসাহী লোকের সংখ্যা বেড়েছে অনেক। আশা করছি ভবিষ্যতে আরো আগ্রহ দেখাবে ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য।
জাতীয় কারাটে চ্যাম্পিয়নশিপের সূচনা শিলিগুড়িতে
0%








