পারঘাটা জেটিঘাট সংস্কারের আর্জি
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে রয়েছে জেটিঘাট। নদী পারাপার হয়ে কর্মস্থল সহ বিভিন্ন স্থানে পৌঁছানোর ওটাই একমাত্র পথ স্থানীয়দের কাছে। কিন্তু জেটিঘাটের বেহাল দশার কারণে প্রায়শই সেখানে ঘটে দূর্ঘটনা। তবুও জীবনের ঝুঁকি নিয়েই নৌকায় চড়ে নদী পারাপার হয়ে চলছে নিত্যযাত্রীরা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুর-২ গ্রাম পঞ্চায়েতে অবস্থিত পারঘাটা জেটিঘাটের কথাই তুলে ধরা হল। স্থানীয় সূত্রে জানা যায় ওই জেটিঘাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে। নদীর এক পারে হিঙ্গলগঞ্জ অন্য পারে ভবানীপুর। প্রতিদিন কয়েকশো মানুষ ওই ঘাট দিয়েই নৌকাপথে যাতায়াত করে। কর্মস্থল সহ বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে একমাত্র পথ হিসেবে ওই ঘাট ব্যাবহার করে মানুষ। ওই ঘাট দিয়েই সাইকেল, বাইক নিয়ে নৌকায় চড়ে নদী পার হয় তারা। সংস্কারের অভাবে প্রায় ২০ বছর যাবত ভগ্নদশা অবস্থায় রয়েছে জেটিঘাটটি। ফলে নৌকা ধরার তাগিদে জেটিঘাটে বাইক নিয়ে যাবার সময় প্রায়শই বেসামাল হয়ে দূর্ঘটনার কবলে পড়ে যাত্রীরা। বর্ষার মরশুমে জেটিঘাট চত্বরে বৃদ্ধি পায় সমস্যা। নদী পার হয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য নৌকা ধরতে জেটিঘাট সংলগ্ন এলাকায় বিপুল সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা। সাইকেল, বাইক এমনকি পায়ে হেঁটে নৌকা ধরতে গিয়ে বহু লোক দূর্ঘটনার কবলে পড়ে মারাত্মকভাবে জখমও হয়েছে। তবুও যাত্রীরা একপ্রকার জীবনের ঝুঁকি নিয়েই হয়ে চলছে নদী পারাপার। জেটিঘাট সংস্কারের জন্য বহুবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছে তারা। কিন্তু সংস্কারের আশ্বাস দিয়েও কোনো কাজ করেনি বলে অভিযোগে সরব হয় স্থানীয়রা। জনসাধারনের কথা মাথায় রেখে অনতিবিলম্বে ওই গুরুত্বপূর্ণ পারঘাটা জেটিঘাটটি সংস্কারের উদ্যোগ নিক প্রশাসন। এমনই আর্জি জানায় তারা। বিষয়টি খতিয়ে দেখে সংস্কারের ব্যাবস্থা করা হবে বলে জানায় স্থানীয় প্রশাসন।








