শিলিগুড়ি সহ রাজ্যে কনকনে ঠান্ডা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ঠান্ডায় রাজ্যের সাথে কাঁপছে শিলিগুড়িও। সকালে শিলিগুড়িতে সর্বনিন্ম তাপমাত্রা নেমে দাড়িয়েছে নয় ডিগ্রীর নীচে। শিলিগুড়িতে আজ সকাল থেকেই শুরু হয়ে যায় কনকনে ঠান্ডা এবং হাওয়া। প্রচণ্ড ঠান্ডায় মানুষ জুবুথুবু হয়ে পড়েন। শিলিগুড়ির আশেপাশে তাপমাত্রা কমে দাড়ায় আরো নীচে। শিলিগুড়িতে বিভিন্ন জায়গাতে তাপমাত্রা কমে চলে যায় সাতেরও নিচে। তাপমাত্রা নেমে যাওয়ায় এবং দমকা হাওয়াতে কাবু হয়ে পড়ে পথ চলতি সাধারন মানুষ।একমাত্র চায়ের দোকান ছাড়া ভীড় একেবারেই দেখা যায় নি কোথাও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শিলিগুড়িতে তাপমাত্রা আরো নেমে যাবে। গত তিনদিনে শিলিগুড়ির তাপমাত্রা অনেকটাই কমে গেছে বলে খবর। আজ সকাল থেকেই ঝড়ো হাওয়া এবং কুয়াশাতে অন্ধকার হয়ে যায় শহর শিলিগুড়ি। মানুষ একেবারেই রাস্তা থাকেন নি। তার সাথে হাওয়া শুরু হওয়ায় আরো নাজেহাল হয়ে পড়েন সাধারন মানুষ।শিলিগুড়ির সাথে সাথে ঠান্ডা নেমেছে দার্জিলিং এবং অন্যান্য পাহাড়ী শহরের মাঝেও। গত কয়েদিনে ঠান্ডা একেবারে ছিল না শিলিগুড়িতে। ঠান্ডা না পড়ায় হাহুতাশ করছিলেন সাধারন মানুষ।এবারে কার্যত ঠান্ডায় কাবু হয়ে পড়েন শিলিগুড়ি শহরের অধিকাংশ মানুষ।চট করে ঠান্ডা পড়ে যাবার প্রভাব পড়ে রেল ষ্টেশন এবং বাস টার্মিনার্সে। আবহাওয়া খারাপ হয়ে পড়ায় অনিশ্চিত হয়ে পড়ে বাগডোগরা থেকে বিভিন্ন শহরে যাওয়ার নির্দিষ্ট উড়ান। শিলিগুড়ি থেকে মুম্বাইগামী তিনটে উড়ানকে বাতিল করা হয়েছে বলে খবর।আগামী কয়েকদিনে ঠান্ডা আরো বাড়তে পারে এই আশঙ্কায় আরো কয়েকটি গুরুত্বপূর্ণ উড়ান বাতিল করতে পারে প্রশাসন বলে সুত্রের খবর। ঠান্ডা বেড়ে যাওয়ার এনজেপী তে বেশ কয়েকটি ট্রেন দেরী করে এসে পৌছায় বলে জানা গেছে। ঠাণ্ডা এবং কুয়াশা থাকায় আজ সকালে এনজেপী থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেসও দেরী করে ছাড়ে বলে খবর। শিলিগুড়িতে এই কয়েকদিনে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো নীচে নামতে পারে বলে জানা গেছে।








