বর্ষ বরণে মৌবনীর আবৃত্তি অবনীন্দ্র সভাগৃহে
দাবদাহ লাইভ, বারাসাত, বিশেষ প্রতিবেদকঃ সম্প্রতি ইংরাজী নববর্ষ ২০২৩ বরণে চারুকণ্ঠ-এর কেশব রজ্ঞনের আমন্ত্রণে কোলকাতার নন্দন চত্বরে অবনীন্দ্র সভাগৃহে বারাসাত দক্ষিণ পাড়ার সমাজসেবী মানস চ্যাটার্জীর কন্যা কুমারী মৌবনী চ্যাটার্জীর আবৃত্তি পরিবেশনে শ্রোতারা মুগ্ধ হ’ন। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত ২২ ডিসেম্বর নৈহাটির ঐকতান মঞ্চে একই ভাবে আবৃত্তি পরিবেশনের মধ্যে দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।
নিউজ এক ঝলকে
বর্ষ বরণে মৌবনীর আবৃত্তি অবনীন্দ্র সভাগৃহে
93%








