বিজ্ঞান ও পুষ্প মেলা
দাবদাহ লাইভ, বারাকপুর, শ্যামল করঃ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় বিজ্ঞান মেলা ২০২৩ খড়দহ পুষ্প প্রদর্শনী উৎসবের প্রথম দিনে রহড়া ভোবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস এর ছাত্রীদের কাছ থেকে জেনে নেওয়া হচ্ছে জলের ব্যবহার সম্পর্কে কিছু তথ্য সংবাদ সংগ্রহ। পুষ্প প্রদর্শনীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে বিভিন্ন শিল্পীদের সংগীত আবৃত্তি ভারতীয় গণনাট্য সংঘের পরিচালনায় গণসংগীত এছাড়াও রয়েছে আধুনিক বাংলা গানের আসর, অংকন প্রতিযোগী তাদের পুরস্কার বিতরণী এছাড়া নানাবিধ মনমুগ্ধকর অনুষ্ঠান সূচি। প্রত্যেকদিন বেলা তিনটে থেকে রাত নটা পর্যন্ত চলবে পুষ্প প্রদর্শনী বলে জানান পুষি সভাপতি প্রকাশ রায়। এই প্রদর্শনী চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। (ক্যামেরাতে প্রিয়াঙ্কা ঘোষ শ্যামল কর এবং গৌতম ঘোষ এর প্রতিবেদন, দাবদাহ লাইভ থেকে )








