দীনজনের খাদ্য ও কম্বল বিতরণ
দাবদাহ লাইভ, নিউবারাকপুর, অলোক আচার্যঃ স্বেচ্ছাসেবী সংস্থা ‘দীনজনে’ প্রতি রবিবার ১২ জন ভবঘুরে সহ ৫১ জন প্রান্তিক মানুষদের রান্না করা খাবার পরিবেশন করে। এই সংস্থার সম্পাদক তথা পুবের কলম-এর ডেপুটি নিউজ এডিটর প্রদীপ মজুমদারের প্রয়াত মায়ের স্মৃতিতে বিগত দুই বছরের মতো এবারও রবিবার নতুন বছরের প্রথম দিন শতাধিক দুস্থ মানুষকে কম্বল ও শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। নিউ বারাকপুরের ঘ্যাঁসের মাঠে দীনজনে-র ‘বিনা পয়সার দোকান -এর পাশে অনাড়ম্বর ভাবে এই খাদ্য ও কম্বল তুলে দিতে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর হৃষিকেশ রায়, সমাজকর্মী বর্নালী সেন সহ আরও অনেকে।
দীনজনের খাদ্য ও কম্বল বিতরণ
88%








