Banner Top

পঞ্চায়েত ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের

                                                     দাবদাহ লাইভ, চন্দ্রকোনা, অক্ষয় গুছাইতঃ  রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল হয়নি কোনও উন্নয়নমূলক কাজ। আর কাজের সেই টাকা চলে গিয়েছে নেতাদের পকেটে। এমনটাই অভিযোগ এলাকাবাসীর। আর সেই ক্ষোভেই আসন্ন পঞ্চায়েত ভোটে ভোট বয়কটের সিন্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের মামুদপুর গ্রামে। এলাকাবাসীর অভিযোগ, উন্নয়নের জন্য গ্রামে সরকারি প্রকল্পের বোর্ড লাগানো হলেও হয়নি কাজ। টাকা ঢুকেছে নেতাদের পকেটে। তাই আগে উন্নয়ন তারপর ভোট। এরপরই গোটা গ্রামে পোস্টার দিয়ে ভোট বয়কটের ডাক দেয় গ্রামের মানুষ। নতুন বছর শুরুতেই গ্রামে একাধিক জায়গায় লক্ষ্য করা যায় এমন পোস্টার। আর সেই পোস্টারের কোনওটায় লেখা, ‘মল্লিক পাড়ার রাস্তা হয়নি কেন টিএমসি জবাব দাও’ কোথাও আবার লেখা, ‘রাস্তার টাকা গেল কোথায় টিএমসি জবাব দাও’ ‘আবাস যোজনায় উপযুক্তরা বাড়ি পেল না কেন টিএমসি জবাব দাও’। তাই গ্রামের উন্নয়ন না হলে ভোট বয়কটের ডাক দিলেন মানুষজন। সূত্র মারফৎ জানা যায় এই গ্রামের মল্লিক পাড়ায় প্রায় ৭০ টি পরিবারের বাস। প্রতিনিয়ত অবহেলার শিকার তাঁরা। প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি। সেই কারণে এবার আগে উন্নয়ন, তারপরে ভোট। এলাকার মানুষের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে সিপিএম ও বিজেপি। এবিষয়ে জাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ চক্রবর্তী বলেন, এই সরকারের আমলে সমস্ত জায়গায় উন্নয়ন হয়েছে। সবটাই বিরোধীদের চক্রান্ত। অপরদিকে, চন্দ্রকোনা-১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই বলেন, গ্রামের পানীয় জলের একটু সমস্যা হয়েছিল। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করেছি। ওই গ্রামের মানুষদের মত বিরোধের কারণে উন্নয়ন হয়নি।

পঞ্চায়েত ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment