Banner Top

তৃনমূলের জন্ম দিবস শিলিগুড়িতে

                                                     দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ তৃণমূল কংগ্রেসের ২৬তম জন্মদিবস। এই উপলক্ষে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের জেলা অফিস কার্যালয়ে দলের পতাকা উত্তলন করেন দলের জেলা সভাপতি পাপিয়া ঘোষ। উপস্থিত ছিলেন জেলার সমস্ত নেতৃত্ব এবং কাউন্সিলার এবং এম এম  আইসিরা।এদিন পাপিয়া দেবী জানান এই বছরে মুখ্যমন্ত্রী সাধারন মানুষের জন্য বেশ কিছু প্রকল্প এবং কর্মসূচী ঘোষনা করতে পারেন।আমাদের সামনে অনেক কাজ আছে যেগুলো আমাদের করতে হবে।মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দোপাধ্যায় এবার মানে এই বছরও মানুষের জন্য কাজ করে যাবেন।আমরা মানুষের জন্য কাজ করে চলেছি এবং ভবিষ্যতেও কাজ করে চলব। আজকের দিনটা তৃণমূল কংগ্রেসের পক্ষে স্মরনীয় দিন। অনেক লড়াই এবং অনেক সংগ্রাম করে আমরা এই জায়গা পেয়েছি।তাই এই দলকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানান জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এদিন পাপিয়াদেবী জানান এই বছর আমাদের নির্দিষ্ট কিছু কর্মসূচী আছে আমরা সেই কাজগুলো আগে শেষ করব। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অনেক কষ্ট করে তৃণমূল কংগ্রেস দলটিকে তৈরী করেছেন।এখন আমাদের দায়িত্ব সেই দলকে আরো সামনের দিকে নিয়ে যাওয়া। এদিন উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান অলোক চক্রবর্তী সব অন্যান্য জেলা কমিটির সদস্যরা।

তৃনমূলের জন্ম দিবস শিলিগুড়িতে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment