পথ দূর্ঘটনায় মৃত ডি.আই.বি অফিসার
দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ পথ দূর্ঘটনায় মৃত্যু হয় এক ডি.আই.বি অফিসারের। চাঞ্চল্য এলাকায়। খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে বাগজোলা বাজারের চালডুবি এলাকায় পেট্রোল পাম্পের কাছে দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার অশোকনগর থানা এলাকার বাসিন্দা সুব্রত হালদার নামে এক ডি.আই.বি অফিসার যিনি বাদুড়িয়া থানার দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ বাইকে চেপে বাগজোলা খোলাপোতা রোড ধরে বাদুড়িয়া থানার দিকে যাচ্ছিলেন। বাগজোলা বাজারের চালডুবি এলাকায় থাকা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে আসা একটি সব্জী বোঝাই গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ওই ঘটনার জেরে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাদুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয় বাদুড়িয়া পুলিশের পক্ষ থেকে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।








