Banner Top

জেলায় তৃণমূল থেকে অপসারণের পরই গ্রেফতার

 

ফাইল চিত্র

              দাবদাহ লাইভ, পূর্ব মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ  চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে পুলিশ প্রশান্ত দাস নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে। একাধিক ব্যক্তির কাছ থেকে প্রশান্ত টাকা নিয়েছিলেন বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগেই হলদিয়া পুরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার প্রশান্তকে পুলিশ এ দিন গ্রেপ্তার করে। কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বোল্ডার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে এ দিন শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দিবাকর জানা গ্রেপ্তার হয়েছেন। দিবাকর তৃণমূল থেকে আগেই বহিষ্কৃত হন। শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তৃণমূলের জয়দেব বর্মন থানায় দিবাকরের বিরুদ্ধে ২০২১ সালে অভিযোগ দায়ের করেছিলেন। রাস্তা নির্মাণের বোল্ডার আত্মসাত করা হয়েছে বলে দায়ের করা হয়েছিল অভিযোগ। তদন্তকারীদের দাবি, দিবাকর ও সেলিমের একসঙ্গে ঠিকাদারির কারবার রয়েছে। ঘটনাচক্রে, এ দিনই কাঁথির ঠিকাদার রামচন্দ্র পণ্ডাকে পুলিশ গ্রেপ্তার করেছে। অধিকারী পরিবারের ছোট ছেলে সৌমেন্দু অধিকারী যে সময়ে কাঁথি পুরসভায় চেয়ারম্যান ছিলেন, সেই সময়ে এই ঠিকাদার রাঙামাটির শ্মশান কেলেঙ্কারির স্টল-দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে তৃণমূলের অভিযোগ। তৃণমূলের দুই নেতা ও বহিষ্কৃত এক নেতার পর পর গ্রেপ্তারি নিয়ে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির প্রতি জি়রো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। যেখানে দুর্নীতির অভিযোগ এসেছে, সেখানে সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে। একই সঙ্গে প্রশাসন তার মতো পদক্ষেপ করেছে।’ কয়েক মাস আগে হলদিয়ার সভায় পূর্ব মেদিনীপুরে ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি চালু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূলের কোনও নেতার বিরুদ্ধে যদি ঠিকাদারি-সহ কোনও দুর্নীতির অভিযোগ থাকে, তা হলে ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির টোল ফ্রি নম্বরে তা জানাতে বলেন অভিষেক। ওই কর্মসূচি ঘোষিত হওয়ার পর তৃণমূল নেতৃত্বের কাছে প্রচুর অভিযোগ জমা পড়তে থাকে বলে দলীয় সূত্রের খবর। কিছু দিন আগে কাঁথিতে সভা করতে যাওয়ার পথে মারিশদা গ্রামে গাড়ি থামিয়ে গ্রামে ঢুকে বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলেন অভিষেক। গ্রামবাসীদের অভিযোগ শুনে সে দিন সেখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতিকে পদত্যাগ করতে নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার রাতে গ্রেপ্তার হওয়া সেলিম আলি অবশ্য দুর্নীতির অভিযোগ মানতে চাননি। মেচেদার ওই তৃণমূল নেতা বুধবার দাবি করেন, ‘আমি দশ পয়সারও দুর্নীতি করিনি। সবাইকে নিয়ে পঞ্চায়েত চালিয়েছি। একাধিক পদে ছিলাম, একটা পদ ছাড়লাম। বিডিও এবং দলের জেলা সভাপতির কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তৃণমূলে আছি।’ সেলিমের এ-ও দাবি, তিনি দলীয় নেতৃত্বের নির্দেশে নয়, শারীরিক কারণে পদত্যাগ করেছেন। প্রশান্ত দাসও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা ঠিক নয়। ধৃত দুই তৃণমূল নেতা এই সব দাবি করলেও মেচেদার তৃণমূল নেতা-কর্মীদের একাংশের বক্তব্য, সেলিম আলি যথেষ্ট প্রভাবশালী, তাঁর প্রধান ব্যবসা ঠিকাদারি। কোলাঘাট তাপবিদ্যুত্‍ কেন্দ্রের ছাইয়ের ঠিকাদারি থেকে আইএনটিটিইউসি-র (INTTUC) নামে তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তৃণমূলেরই একাংশের বক্তব্য যে, সেলিম প্রচুর সম্পত্তির মালিক। তৃণমূলের ওই স্থানীয় নেতা-কর্মীদের দাবি, পৈতৃক সম্পত্তি ছাড়াও স্বনামে ও বেনামে বহু জমির মালিক তিনি। তৃণমূলের তরফে আরও অভিযোগ, মেচেদা এলাকায় দু’টি বাড়ি ছাড়াও সেলিমের একাধিক বাড়ি রয়েছে অন্যত্র। পূর্ব মেদিনীপুর জেলা আইএনটিটিউসি সভাপতি শিবনাথ সরকার এ দিন বলেন, সেলিম আলিকে কোলাঘাট থার্মাল পাওয়ার ন্যাশনালিস্ট ঠিকা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই গ্রেপ্তারি নিয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে নাটক চলছে।

নিউজ এক ঝলকে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাে বারাসাত প্রেসক্লাব

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

বারাসাতের কাছারি ময়দানের জনসভায় জনস্রোত ‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে

শিশু কিশোরদের নব সোপানের শৈত্য উৎসব

শিশু কিশোরদের শৈত্য উৎসব নব সোপানের

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনায় ডিআরএম অসহায়

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনা, নিরাপত্তা সংক্রান্ত আবেদন করেন ডিআরএম

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পুষ্প প্রদর্শনী মেলা মধ্যমগ্রামে

মধ্যমগ্রাম ফ্লাওয়ার্স  লাভার্স এর পুষ্প প্রদর্শনী

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং-এর

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং এর

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

জেলায় তৃণমূল থেকে অপসারণের পরই গ্রেফতার
User Review
94% (2 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment