শিয়ালের হানায় আক্রান্ত শিশু
দাবদাহ লাইভ, চন্দ্রকোনা, অক্ষয় গুছাইতঃ বাড়ির উঠোনে খেলা করছিল একদল শিশু। শিয়াল দেখে অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও পালাতে পারেনি ৮ বছরের রোহিত। আর তখনই রোহিতের উপর ঝাঁপিয়ে পড়ে শিয়ালটি। একেবারে থাবা বসায় ঠোঁটে। আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে রোহিতকে। যন্ত্রণায় রোহিত যখন চিত্কার করে তখন দূর থেকে বন্ধুরাও জোরে চিত্কার করতে থাকে। সেই চিত্কার শুনে আশপাশ থেকে ছুটে আসেন প্রতিবেশী ও পরিবারের সদস্যরা। তারপরই শিয়ালটি এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানা এলাকার মহিষামুড়ি গ্রামে। রক্তাক্ত অবস্থায় রোহিতকে নিয়ে যাওয়া হয় ক্ষীরপাই গ্রামীন হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিত্সার পর তাকে স্থানান্তরিত করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে । আক্রান্ত শিশুটির বাবা জানান, বছর আটের রোহিত বাড়ির উঠোনেই বন্ধুদের সঙ্গে খেলা করছিল। ওর সঙ্গে যারা ছিল তারা একটু বয়সে বড়। সেই সময়ই শিয়াল হানা দেয়। বাকিরা দৌড়ে পালাতে পারলেও ও ছোট বলে জোরে দৌড়তে পারেনি। তখনই ওকে আক্রমণ করে। তিনি এও জানান, আগে কখনও শিয়ালেরএমন উপদ্রব দেখা যায়নি। রাতে শিয়াল ডাকার শব্দ শোনা যায় দূর থেকে। কিন্তু এভাবে বাড়িতে এসে আক্রমণ করতে পারে তা কেউ ভাবেন নি।








