মাটিগাড়া পঞ্চায়েতের সদস্য প্রয়াত
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ মাটিগাড়া দুই নম্বর অঞ্চলের শিমুলতলা সংসদের পঞ্চায়েত সদস্য মমতা বন্দোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক দুলাল রায় অসুস্থ থাকার পরে মারা যান। দুলাল রায় তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকাজুড়ে। তৃণমূল কংগ্রেসের একেবারেই প্রথম দিক থেকেই তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত ছিলেন দুলাল রায়। তৃণমূল কংগ্রেসের সব অনুষ্ঠানেই তিনি থাকতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অন্তপ্রান ছিলেন দুলাল রায়। আজ সকালে তার বাড়ি গিয়ে তার স্ত্রী এবং সন্তানদের শান্তনা দিয়ে আসেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। শুধু তাই নয় তিনি তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন জেলা সভাপতি।তিনি জানান দুলালবাবুর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল তৃণমূল কংগ্রেসের।তিনি ছিলেন দলের একনিষ্ঠ এবং কার্যকরী সৈনিক। দল তার পরিবারের পাশে থাকবে এবং ভবিষ্যতে সব ধরনের সহায়তা করবে বলে জানান পাপিয়া ঘোষ। এদিন সকালে জেলা সভাপতি দুলাল রায়ের মৃতদেহতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানান।তার সাথে ছিলেন ওই এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব। জেলা সভাপতি আরো জানান ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে দল থাকবে দুলাল রায়ের পরিবারের পাশে।








