যক্ষ্যা রোগীর খাবারের দায়িত্বে বসিরহাট স্বাস্থ্য জেলা
দাবদাহ লাইভ, বসিরহাট, হরিগোপাল দত্তঃ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত পৌরসভার ৬ জন যক্ষ্যা রোগীর খাবারের দায়িত্ব নিলেন (Nikshay Mitra) বসিরহাট স্বাস্থ্য জেলার উপ মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল কুমার বিশ্বাস। প্রথম মাসের খাবার বিতরণে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার মূখ্য স্বাস্হ্য আধিকারিক মাননীয় ডাঃ সমুদ্র সেনগুপ্ত, জেলা স্বাস্থ্য যক্ষ্যা আধিকারিক ডাঃ পিনাকী ভট্টাচার্য প্রমুখ।
নিউজ এক ঝলকে
যক্ষ্যা রোগীর খাবারের দায়িত্বে বসিরহাট স্বাস্থ্য জেলা
92%








