বড়দিনে দুঃস্থদের সেবা শিলিগুড়ি
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি সূর্যসেন কলেজের চাকরীরতা তনিমা ঘোষ প্রতিদিন যার থাকে অফিস থেকে বাড়ি আর ২৫শে ডিসেম্বর পালন করলেন সমাজের দুস্থদের সাথে। আজ তিনি শিলিগুড়ির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ালেন এবং দুস্থদের হাতে তুলে দিলেন খাবার এবং জল। জানালেন আমাদের সবার লক্ষ থাকে এই দিনটিকে আলাদাভাবে দেখা। তাই আজকের মত দিনটাকে আমরা এইসব দুস্থদের সাথেই কাটিয়ে দিলাম।এদিন তনিমা দুস্থদের হাতে খাবার তুলে দেওয়ার সাথে সাথে তাদের পাশে থাকবার অঙ্গীকার করলেন।তিনি নিজে জানালেন অফিসের কাজ এবং বাড়িতে সময় দিতে দিতেই আমি এইটুকু করতে চেষ্টা করি। যাতে সমাজের এই সব মানুষ গুলো এই দিনটিতে প্রভু যীশুর আর্শীবাদ পায়। আমি নিজেও প্রার্থনা করি ওরা যেন এই দিনটিতে সবার সাথে একটু আনন্দ পায় যেটা ওদের প্রাপ্য। নিজে আজ ঘুরে ঘুরে ছোট ছোট ছেলেমেয়ে যারা রাস্তায় দিন কাটায় তাদের হাতে তুলে দিলেন একদিনের খাবার।আর জানালেন বছরের অন্তত একদিন হলেও আমি থাকতে চাই ওদের পাশে। যেটা আমার কাছে একটা আলাদা আনন্দের ঘটনা থাকবে।








