রাস্তা ও খাল সংষ্কারের দাবিতে ভোট বয়কটের হুঁশিয়ারি
হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত

দাবদাহ লাইভ, বৈশাখী সাহা,উত্তর ২৪ পরগনাঃ নির্বাচনের সময় এলেই মেলে প্রতিশ্রুতি, মিটে গেলে সবাই একপ্রকার নীরব দর্শক। প্রতিশ্রুতি আনুযায়ী রাস্তা সংস্কার না হওয়ায় এবার ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হয় স্থানীয় ক্ষুব্ধ গ্রামবাসীরা। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা থানার হেলেঞ্চা পঞ্চায়েতের আইসঘাটা গ্রাম থেকে এমনই দৃশ্য ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। আইসঘাটা গ্রামের রাস্তা এতটাই জরাজীর্ণ অবস্থায় রয়েছে যে গাড়িঘোরা তো দূর, ওই রাস্তা দিয়ে হেঁটেও ঠিকমতো যাতয়াত করা যায় না। পিচ বা ঢালাই নয়, রাস্তায় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড়ো বড়ো পাথর আর মাটি। অন্যদিকে আইসঘাটা উত্তর পাড়ায় থাকা খাল সংস্কার না করায় ফলে বর্ষার সময় এলাকায় জল জমে যায়। বাড়িঘর সহ রাস্তায় জল জমার ফলে দূর্ভোগের শিকার হতে হয় স্থানীয়দের। শুকনো বা বর্ষা প্রায়শই দূর্ঘটনার কবলে পড়ে বিকল হয় গাড়ি, হাত পা ভাঙা ছাড়াও অকালে মৃত্যুর কবলে পড়ে পথচলতি মানুষ এমনই অভিযোগ স্থানীয়দের। ক্ষুব্ধ গ্রামবাসীদের কথায় দীর্ঘ ১০ বছর যাবত রাস্তাটি ভগ্নদশায় থাকার ফলে গাড়িঘোরা চলাচল একেবারেই বন্ধ হয়ে গিয়েছে ওই রাস্তায়। পড়াশুনার তাগিদে ওই গ্রাম থেকে প্রায় ৪ কিলোমিটার দূরের স্কুলে যেতে হয় গ্রামের পড়ুয়াদের। খাদ্যসামগ্রীর জন্য দেড় কিলোমিটার দূরে থাকা বাজারে পাড়ি দিতে হয়। এছাড়াও মানুষ অসুস্থ হয়ে পড়লে বা গুরুত্বপূর্ণ কাজের জন্য বহুদূর যাত্রা করার জন্য অগত্যা সাইকেলই একমাত্র ভরসা স্থানীয়দের কাছে। কিন্তু রাস্তার বেহাল দশা থাকায় সাইকেল চালিয়ে নয় বরং সাইকেল ঠেলে নিয়ে ওই বিশাল পথ পাড়ি দিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে হয় গ্রামবাসীদের। ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী স্থানীয় সহ পথচলতি মানুষেরা বিপুল সমস্যার সম্মুখীন হওয়া সত্বেও হুঁশ নেই প্রশাসনের। রাস্তাটি সংস্কারের জন্য বহুবার প্রশাসনের দারস্থ হওয়া সত্বেও কোনও সুরাহা মেলেনি। পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা নির্বাচনের সময় এলেই এলাকায় দেখা মেলে সমস্ত দলের নেতাদের। তাদের পক্ষ থেকে মেলে কেবলই প্রতিশ্রুতি। নির্বাচন পর্ব শেষ হলে তাদের আর দেখা মেলেনা। নেতাদের দেওয়া প্রতিশ্রুতির উপর ভরসা করে দীর্ঘ ১০ বছর কেটে গেলেও এলাকার ওই রাস্তা সংস্কারের কোনও কাজ করা হয়নি বলে অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের। ফলে ক্ষোভে ফুঁসছে তারা। তাদের কথায় সামনেই পুনরায় পঞ্চায়েত নির্বাচন, মিলবে কাজের নামে মিথ্যে প্রতিশ্রুতি। প্রশাসনের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করায় অর্থাৎ রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হয়। প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে তারা। আর কোনো প্রতিশ্রুতি নয় খাল সংস্কারের পাশাপাশি রাস্তা সংস্কারের দাবি জানায় তারা। গ্রামবাসীদের সমস্যার সমাধান না হলে ভোট বয়কট করবে বলে হুঁশিয়ারি দেয় এদিন তারা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। এখন দেখার বিষয় আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামবাসীদের সমস্যার সমাধান হয় কিনা।








