বড়দিন ও শুভ নববর্ষ উদযাপন
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাসগুপ্তঃ শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে, নৌকাঘাট মোড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সুসজ্জিত বৈদ্যুতিক আলোকসজ্জার মধ্য দিয়ে বড়দিন এবং ইংরেজি নব বর্ষ উদযাপনের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। তিনি নৌকাঘাট মোড়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন এস জিডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এবং শিলিগুড়ির পুরসভার অন্যান্য এম এম আই সি এবং সদস্যরা। এদিন মেয়র জানান বড়দিন উপলক্ষে শিলিগুড়ির বিভিন্ন জায়গাতে চলছে নানান অনুষ্ঠান। শিলিগুড়ির মানুষ প্রতিবছরই বড়দিন পালন করেন ধুমধামের সাথে আর এবারও সেটারই আয়োজন করা হয়েছে। সবাই বড়দিন থেকে নতুন বছর আনন্দে কাটাক এবং সবাই সুস্থ থাকুক ঈশ্বরের কাছে এতটুকুই কামনা করি। এদিন গৌতম দেব আরো জানান আমরা চেষ্টা করব সবার সাথে মিলে মিশে চলতে আর সেটাই বারেবারে করব আমরা। খৃষ্টানদের পবিত্র উৎসবে তাদের জন্য থাকল অনেক অনেক শ্রদ্ধা ভক্তি এবং অভিনন্দন।








