নয়ী উড়ান উৎসব
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ির তেরো নং ওয়ার্ডে ওয়ার্ড উৎসবের সূচনা করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। আজ সকালে কাউন্সিলার মানিক দের নেতৃত্বে শুরু হল ওয়ার্ড উৎসব নয়ী উড়ানের। সকালে এক বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হল এই নবি উড়ানের। জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং এম এম আই সি মানিক দে এই ওয়ার্ড উৎসবের উদ্বোধন করেন। নয়ী উড়ানে থাকছে নানান আকর্ষনীয় প্রতিযোগীতা। মানিক দে আরো জানালেন আমার ওয়ার্ডের সমস্ত নাগরিকদেরই এই ওয়ার্ড উৎসবে আমন্ত্রন জানাচ্ছি। শিলিগুড়ির ১৩নং ওয়ার্ডের এই নয়ী উড়ান চলবে আগামী ছয়দিন ধরে। আজ সকালে ছোট ছোট শিশুদের নিয়ে শুরু হয় এই ওয়ার্ড উৎসব।
নয়ী উড়ান উৎসব
0%








