ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ হোটেলে ব্যবসায়ীর রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ব্যক্তির নাম প্রদীপ কুমার তিনি মালদার বাসিন্দা বলে জানা গেছে। বুধবার রাতে রাজা রামমোহন রায়ের রোড সংলগ্ন একটি হোটেল থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে বুধবার রাতে রাজা রামমোহন রায় রোডের সংলগ্ন হোটেলটিতে, হোটেল কর্মীরা একটি ঘরের মধ্যে থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এরপর তারা স্থানীয় পুলিশ ফাঁড়ি পানি ট্যাংকিতে খবর দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, এরপর মৃতদেহ থেকে উদ্ধার করে মহানতাদের জন্য পাঠানোর ব্যবস্থা করে এবং মেডিকেল কলেজ হাসপাতালে। শুরু করা হয়েছে ঘটনার তদন্ত।




