পঞ্চম বর্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত নবান্ন কবিতা উৎসব ১৪২৯
দাবদাহ লাইভ, দুর্গাপুর, শুভদীপ রায়ঃ এই মিলন উৎসবে উপস্থিত ছিলেন সাহিত্য এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বহুমুখী প্রতিভার দাবিদার সকল গুণীজন। এবারের উৎসবটি উদ্বোধন করেন বিশিষ্ট কবি গোলাম রসুল পুরস্কার, সম্বর্ধনা এবং কবিতার জন্য এই ধরনের আয়োজনে বিদ্বজন মহলে বেশ সাড়া ফেলেছে দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত উৎসবটি। প্রতি বছর সাহিত্যের অন্যতম চর্চার ক্ষেত্র হয়ে উঠছে নবান্ন কবিতা উৎসব, কবিতা কেন্দ্রিক এই প্রয়াস ধারাবাহিক এবং সুষ্ঠভাবে পরিচালনা জন্য দৃঢ় অঙ্গীকার বদ্ধ হয়েছেন কর্ণধার কবি রাজীব ঘাঁটি এবং সংশ্লিষ্ট সকলে। বিশিষ্ট সৃজন সন্ধানী সাহিত্যিক মণিশঙ্কর জানিয়েছেন, সৃজন কর্মের জন্য নিবিড় যাপন এবং সঠিক পথের পথিক হওয়ার সাহসী পদক্ষেপ নিলেই এগিয়ে চলবে বাংলা সাহিত্য এবং সুস্থ কৃষ্টি।








