বই মেলা ২০২২
বই মেলা মানকড়ে
দাবদাহ লাইভ, পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার মানকরে (৭ – ১৩) ডিসেম্বর জেলা বইমেলা ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো। সাধারণ মানুষের বইমুখি ভাবনা বাড়ানো, বই বিক্রি তথা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের বই মেলা সংগঠিত হয়। কবি, সাহিত্যিক গুণীজনদের উপস্থিতিতে ভরে ওঠে মেলা প্রাঙ্গণ। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি রাজীব ঘাঁটী, দিলীপ মজুমদার, শুভদীপ রায়, লক্ষ্মী মজুমদার, লীনা সাহা, শান্তনু ভট্টাচার্য, অতনু রায় প্রমুখ। আলোক পথের দিশারি হয়ে উঠুক বই, প্রাণের বন্ধন তৈরি হোক বাংলা ভাষায়– এই ভাবনায় এগিয়ে যেতে চান কমিটির উদ্যোক্তারা, কথাপ্রসঙ্গে বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যতম নাসির উদ্দিন মণ্ডল।









