Banner Top

বই মেলা ২০২২

বই মেলা মানকড়ে

দাবদাহ লাইভ, পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ  সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার মানকরে (৭ – ১৩) ডিসেম্বর জেলা বইমেলা ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো।  সাধারণ মানুষের বইমুখি ভাবনা বাড়ানো, বই বিক্রি তথা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের বই মেলা সংগঠিত হয়। কবি, সাহিত্যিক গুণীজনদের উপস্থিতিতে ভরে ওঠে মেলা প্রাঙ্গণ। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি রাজীব ঘাঁটী, দিলীপ মজুমদার, শুভদীপ রায়, লক্ষ্মী মজুমদার, লীনা সাহা, শান্তনু ভট্টাচার্য, অতনু রায় প্রমুখ। আলোক পথের দিশারি হয়ে উঠুক বই, প্রাণের বন্ধন তৈরি হোক বাংলা ভাষায়– এই ভাবনায় এগিয়ে যেতে চান কমিটির উদ্যোক্তারা, কথাপ্রসঙ্গে বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের অন্যতম নাসির উদ্দিন মণ্ডল।

বই মেলা হেলেঞ্চা কলেজে

 বই মেলা হেলেঞ্চা কলেজে

              দাবদাহ লাইভ, পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ  সূচনা বর্ষেই স্থানীয় মানুষের কাছে বিশেষ বার্তা রাখলো হেলেঞ্চা কলেজ বইমেলা। বাংলাদেশের বিশিষ্ট কবি শাহীন রেজা স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুভ সূচনা করেন বইমেলার। বিশিষ্ট মতুয়া গবেষক ড. বিরাট বৈরাগ্য উদ্বোধন করেন কলেজের নব নির্মিত হরিচাঁদ-গুরুচাঁদ ভবন। আলোচনা, সম্বর্ধনা, লিটিল ম্যাগাজিন সম্ভার, পাশাপাশি অন্যান্য নান্দনিক স্টল নিয়ে এবারের বইমেলায় স্কুল ও কলেজ পড়ুয়াদের উপস্থিতিতে খুশির রেশ নিয়ে আগামীর প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা। কলেজের অধ্যক্ষ ডঃ চিত্তরঞ্জন দাস জানিয়েছেন, কলেজের উদ্যোগে এই বইমেলা প্রান্তিক এলাকাতেও শিক্ষণীয় মিলন মেলা হয়ে উঠলেই সফলতা পাবে কলেজ। বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক বাসুদেব মণ্ডল জানিয়েছেন – ডঃ বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে বইমেলার সূচনা পড়ুয়াদের মননের বিকাশ সহযোগী হবে। হালুম পত্রিকার সম্পাদক সজল রঞ্জন হালদার এবং কার্যকরি কমিটির অন্যতম সদস্য অধ্যাপক চন্দন বিশ্বাস জানিয়েছেন — শুধু শহর কেন্দ্রিক নয়, আগামীতে বইমেলার স্বাদ গ্রাম – মফস্বলের আরও বেশি সংখ্যক সাধারণ মানুষ গ্রহণ করতে পারলেই এই প্রয়াস সফল হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী চন্দ্রজিত প্রামাণিক।

বই মেলা ২০২২
User Review
87% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment