কুহু কেকা পত্রিকার সাহিত্য বাসর ও সম্মাননা প্রদান
দাবদাহ লাইভ, হেলেঞ্চা, বাসুদেব সেনঃ ১৮ই ডিসেম্বর, ২০২২ তারিখে ‘কুহু কেকা’ পত্রিকার সাহিত্য বাসর ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়ে গেল উত্তর ২৪ পরগনা জেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে। সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল চারটা অবধি চলা এই অনুষ্ঠানের প্রারম্ভিক ভাষণে সম্পাদক গোবিন্দলাল বিশ্বাস পত্রিকার মানোন্নয়ন ও প্রচারের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান । পত্রিকা সভাপতি সুরেন্দ্রনাথ ব্যানার্জী বাগদা, বনগাঁ, রানাঘাট অঞ্চলে পত্রিকার প্রসার ও প্রায় সাড়ে তিনশ’ গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে বলে জানান। এই কাজে আশি বছর বয়স পেরোলেও তাঁরা কেউ থেমে নেই। সৎ সাহিত্য ও সুস্থ সমাজ গঠনে নিয়মিত তাঁদের সংগ্রাম অব্যাহত রয়েছে। এই অনুষ্ঠানে ‘কুহু কেকা সাহিত্য সম্মান ২০২২’ তুলে দেওয়া হয় লেখক বাসুদেব সেন ও ডাক্তার দীপ রায়কে। বাসুদেব সেন তাঁর আত্মপ্রকাশ উপন্যাসের জন্য এবং দীপ রায় তাঁর হোমিও কলম পত্রিকার জন্য এই সম্মান পান। এরপর সাহিত্য বাসরে অনেকেই কবিতা ও গল্প পাঠে সবাইকে মুগ্ধ করেন। অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার রায়, বাদলকৃষ্ণ সরকার এবং কবি ও সাহিত্যিক সত্য মোদক, প্রফুল্ল কুমার ঘোষ, সুনীল চন্দ্র দাস, ডাঃ বনমালী মণ্ডল, অনুকূল চন্দ্র বাগচি, মাসুদার রহমান বিশ্বাস, সনৎ বৈদ্য, কৃষ্ণেন্দু বিশ্বাস, নীলরতন দেবনাথ, মৃদুল বিশ্বাস, মাধুরী সরকার ও আরো অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও কবি অনুপ কুমার বালা। সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে পত্রিকা সভাপতি এই মহতী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।








