বিজেএমসি উদ্যোগে পরিবহন দপ্তরে ডেপুটেশন
দাবদাহ লাইভ, কোলকাতা, শ্রীমন্ত বাগঃ বিজেপির শ্রমিক সংগঠন মজদুর সেল বিজেএমসি রাজ্য সভাপতি মিঠু চ্যাটার্জী নেতৃত্বে, পশ্চিমবাংলা রাজ্য পার্টি অফিস থেকে মিছিল করে পরিবহন দপ্তর অভিযান কর্মসূচি নেওয়া হয়। ৭ দফা দাবির ভিত্তিতে রাজ্য পরিবহন দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। এই দিন মিছিলে উপস্থিত ছিলেন বিশ্বপ্রিয় রায় চৌধুরী, ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন বিজেএমসি রাজ্য সহ-সভাপতি বামদেব গুছাইত, সহ-সভাপতি সুবীর কাঞ্জিলাল, উত্তর কলকাতা জেলার সভাপতি রাজু আঙ্গার, ন্যাশনাল সেক্রেটারি রাজ কুমার মাল, হুগলি জেলার সভাপতি তাপস ঘোষ, বারাসাত জেলার সভাপতি টুলটুল দত্ত, উত্তর কলকাতা জেলার বিজেএমসি সভাপতি শিব শঙ্কর কুন্ডু, দক্ষিণ কলকাতা জেলার বিজেএমসি সভাপতি মুন্না সলকার, মুর্শিদাবাদ উত্তর জেলার বিজেএমসি সভাপতি নিপেন ঘোষ, ইউনিক শেখ, নৃপেন ঘোষ, প্রিয়াঙ্কা চক্রবর্তী, সোমা পান্ডা, আইসিডিএসের নেত্রী ঝুমা হালদার, সহ ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন মজদুর সেল বিজেএমসি কর্মী নেতৃবৃন্দরা।








