শিলিগুড়িতে ফুটবল প্রতিযোগিতা ফুলবাড়িতে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ আজ শিলিগুড়িতে একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ফুলবাড়িতে। এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলো মোট তিরিশটি দল। এই প্রতিযোগিতায় কোচবিহার এবং আলিপুরদুয়ার ছাড়াও আরো বেশ কয়েকটি নামী দল অংশগ্রহন করেছিলো। এদিন সকালে এই প্রতিযোগীতার উদ্বোধন করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং শিলিগুড়ি পুরসভার এম আই সি এবং জেলা নেতৃত্ব।এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান বিশ্বকাপের বাজারে মানুষের ফুটবল নিয়ে উৎসাহ প্রচুর।তাই আমরাও এই সময় এই প্রতিযোগীতার আয়োজন করলাম। আশা করছি মানুষের উৎসাহ থাকবে। ফুটবলকে উৎসাহীত করতে এই ধরনের প্রতিযোগীতার প্রয়োজন।
শিলিগুড়িতে ফুটবল প্রতিযোগিতা ফুলবাড়িতে
0%








