বিশ্ব কাপ ফুটবলের ফাইনালের জন্য উদ্বিগ্ন শিলিগুড়ি
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ গোটা পৃথিবী জুড়ে ফুটবলের ফাইনাল নিয়ে উন্মাদনা। বাদ নেই শিলিগুড়িও। গোটা শহর জুড়ে সিংহভাগ আর্জেন্টিনার সমর্থক থাকলেও ফ্রান্সের সমর্থকও কম নয়। শিলিগুড়ির বিভিন্ন জায়গা জুড়েই বিশ্বকাপ ফুটবলের ঝোক। ছেলে থেকে বুড়ো সবাই আক্রান্ত একই রোগে। শিলিগুড়ি পুরসভার তরফ থেকে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে আয়োজন করা হয়েছে খেলা দেখবার। সেখানে চারিদিকে লাইট লাগানো হয়েছে যেমন তেমনিই খেলা দেখতে আসা দর্শকদের জন্য থাকছে চায়ের ব্যবস্থা। অভ্যগতদের জন্য থাকছে বিভিন্ন ধরনের আমোদের ব্যবস্থাও। সবাইকে আসার জন্য আবেদন জানিয়েছেন মেয়র গৌতম দেব নিজেই। তিনি নিজেও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। শিলিগুড়ির সব রাজনৈতিক দলের নেতৃত্বও সেদিন বিশ্বকাপ দেখবেন বলে জানিয়েছেন। এবার যেহেতু বছরের শেষ সেহেতু ক্রিস মাসের জন্য মলে খেলা দেখানোর ব্যবস্থা করা যায় নি। তবে শহর শিলিগুড়িও একেবারেই পিছিয়ে নেই। সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছেন তারা বলে জানালেন শিলিগুড়ির জিটিএস ক্লাবের ফুটবলারেরা। একে রবিবার তারপরে সন্ধ্যায় ফুটবল তাও আবার বিশ্বকাপ ফাইনাল তাই আর দেরী নয় ঝাপিয়ে পড়তে হবে বিশ্ব ফুটবলের সাগরে।তৈরী শিলিগুড়ি।








