শিলিগুড়ি ইনার হুইল ক্লাবের উদ্দ্যোগে গণবিবাহ
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ন-র উদ্যোগে স্থানীয় উত্তরবঙ্গ মাড়ওয়াড়ি ভবনে গণবিবাহ উৎসব সমারোহে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব সহ পারিষদবর্গ ও কাউন্সিলাররা। এদিন প্রায় একশো জনের হাতে নগদ অর্থ এবং উপহার তুলে দেওয়ার মাধ্যমে নব দম্পতিদিগকে আশীর্বাদ দেন ও সুখী জীবন কামনা করেন মেয়র গৌতম দেব। তিনি জানান আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে থাকতে পেরে। আমি ওদের উজ্জ্বল ভবিষ্যত এবং দীর্ঘজীবন কামনা করি।
নিউজ এক ঝলকে
শিলিগুড়ি ইনার হুইল ক্লাবের উদ্দ্যোগে গণবিবাহ
89.5%








