পিকনিক সেরে ফেরার পথে যাত্রীবোঝাই বাস নয়ানজুলিতে উল্টে মৃত ১
হুগলি থেকে শ্রীমন্ত বাগের সাথে সম্পা মাইতি রিপোর্ট পিকনিক থেকে ফেরার পথে যাত্রীবোঝাই বাস নয়ানজুলিতে উল্টে মৃত-১ আহত প্রায় ৩৫ জন। এই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার হরিপাল বিধানসভার ইলিপুরে এলাকায়। স্থানীয় সূত্রে খবর পিকনিক থেকে ফেরার পথে যাত্রী বোঝাই বাস ইলিপুরে নয়ানজুলিতে উল্টে যায়, বাসের মধ্যে মোট ৭০ জন ছিলো বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং পথ চলতে মানুষ হাতে লাগান বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধারের কাজে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিপাল ও চন্ডীতলা থানার পুলিশ। প্রতিমন্ত্রী বেচারাম মান্না ও করবী মান্না ঘটনা স্থানে পৌঁছান। সকলে তড়িঘড়ি বাস যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপাল গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থ্যা হয়। এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায় এবং ৩৫ জন আহত হয়েছেন, এছাড়াও বাকি ৮ জনের অবস্থা আশঙ্খাজনক, তাদেরকে কলকাতা রেফার করা হয়েছে, এবং প্রতিমন্ত্রী বেচারাম মান্না ও করবী মান্না এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দুর্ঘটনা খবর পাওয়ার সাথে সাথে আমরা এসে বাস যাত্রীদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। এছাড়াও আরো বলেন যে যাত্রী বোঝাই বাসটি দক্ষিণ চব্বিশ পরগনার থেকে পিকনিক করতে গিয়েছিলো পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে, আর সেই বাস পিকনিক থেকে বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে দুর্ঘটনা ঘটে ভোরে হরিপাল বিধানসভার অন্তগর্ত ইলিপুরে, আহত যাত্রীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এমনটাই জানানো হয়।








