খাপ্রাইল-শালুগাড়া মহা সড়ক নির্মাণের প্রস্তুতি
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ খাপ্রাইল থেকে শালুগাড়া পর্যন্ত যে জাতীয় মহাসড়ক নির্মাণ হতে চলেছে, পি ডব্লিউ ডি ইন্সপেকশন বাংলোতে তারই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো আজ শিলিগুড়ির এস ডি জে এর ভবনে । এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জেলা শাসক দার্জিলিং, শিলিগুড়ি পুলিশ কমিশনার, পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের বাস্তুকার ও ভূমি দপ্তরের আধিকারিক বৃন্দ সহ সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দ। এদিন মেয়র জানান এই রাস্তা তৈরী হয়ে গেলে শিলিগুড়ির এবং উত্তরবঙ্গের মানুষের প্রচুর উপকার হবে। বর্তমানে যানযটের কারনে নাকাল গোটা শিলিগুড়িবাসী। দিনের পর দিন গাড়ি বাড়ছে শহরে, আর বাড়ছে মানুষের দুর্ভোগ। তাই এই মহাসড়ক তৈরী হলে মানুষের দুর্দশা অনেকটাই মেটাবে বলে আশাবাদী মেয়র। তিনি আরো জানান শিলিগুড়ির উন্নয়নের পথে এই সড়ক এক অসাধারন ভূমিকা পালন করবে। যেটা মানুষের কাজে আসবে ভবিষ্যতে।








