আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সিপিডিআর
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, গনেশ রায়ঃ ৭৫ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর, সিপিডি আর পশ্চিমবঙ্গ বারাসাত- মধ্যমগ্রাম শাখার উদ্যোগে মধ্যমগ্রাম বয়েজ হাইস্কুলের সম্মুখে রবীন্দ্র স্মারক মঞ্চে, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে উপস্থিত ছিলেন সাধারণ চিকিৎসক, অস্থি সংক্রান্ত চিকিৎসক, হৃদরোগ সংক্রান্ত চিকিৎসক, ডায়াবেটিস সংক্রান্ত চিকিৎসক ও ব্লাড প্রেসার মাপার সুব্যবস্থ্যা। বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান ও বিনামূল্যে ছানি অপারেশন। এদিন সকাল দশটা থেকেই শুরু হয়ে ছিল, চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা। বিকাল ৪টে থেকে ছিল আদিবাসী নাচ আবৃতি নৃত্য ও শ্রুতি নাটক। মানুষের অধিকার নিয়ে বক্তব্য রেখেছেন মানবাধিকার কর্মীরা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন সিপিডিআর- পশ্চিমবঙ্গ এর প্রতিষ্ঠাতা ও রাজ্য কমিটি সভাপতি দয়াময় বিশ্বাস, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দুলাল ঘোষ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন প্রতাপ মন্ডল। বিভিন্ন শাখার মানবাধিকার কর্মীরা উপস্থিত। এছাড়াও উপস্থিত ছিলেন, মানবাধিকার সংগঠনের বারাসাত- মধ্যমগ্রাম শাখার চেয়ারম্যান অনুপ কুমার বাইন, সাধারণ সম্পাদক ডঃ হেমন্ত কুমার মজুমদার, সভাপতি মনোজ কুমার জসওয়াল, কার্যকারী সভাপতি সুবীর রায় চৌধুরী, সহ-সম্পাদক রঞ্জিত বণিক, শ্যামল রায় চৌধুরী প্রমুখ। সাধারন মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।








