মানবাধিকার দিবসে সিপিডিআর ইন্ডিয়ারের আলোচনা সভা
দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ সিপিডিআর ইন্ডিয়ার রাজ্য সম্পাদক অতীন্দ্র ঘোষের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ‘পুলিশ প্রশাসন জনগণের বন্ধু, মানবিকতার ছোয়ায় একদিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয় কলকাতা মানিকতলায় রামমোহন লাইব্রেরি অডিটোরিয়ামে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস, কলকাতার যুগ্ম নগরপাল, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুজয় চন্দ। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের তাৎপর্য ব্যাখ্যা করলেন ডেপুটি পুলিশ কমিশনার তরুণ হালদার, প্রাক্তন আই পি এস রবীন্দ্র নাথ সরকার, প্রাক্তন আই পি এস নজরুল ইসলাম, প্রাক্তন সহ পুলিশ কমিশনার কৃষ্ণেন্দু পাল, প্রাক্তন সহ পুলিশ কমিশনার সুব্রত চাকি, আইনজীবী সিদ্ধার্থ শঙ্কর, অশোক শর্মা, ভবানীভবনের পুলিশ অফিসার দেবাশীষ দাস, বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম সহ একাধিক মানবাধিকার কর্মীরা। অনুষ্ঠানের পৌরাহিত্য করেন সি পি ডি আর ইন্ডিয়ার সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ, শেলী মুখার্জী, বিশ্বনাথ মজুমদার, মন্টু রায় প্রমুখ।








