শিলিগুড়ির বেহাল রাস্তা পরিদর্শনে বিধায়ক সহ আধিকারিক
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি পৌরনিগমের আওতাভুক্ত রাস্তাগুলো দীর্ঘদিন যাবৎ রক্ষনাবেক্ষণের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। তাই রেল আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করলেন বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি সাংবাদিকদের জানান রেলওয়ের আওতাভুক্ত রাস্তাগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় কাজ শুরু করা যায় সে বিষয়ে আমি রেল কতৃপক্ষকে অনুরোধ কলব। এবং অনুরোধ করব শিলিগুড়ি পুরনিগমকেও। আমি আশা করছি, পৌর বোর্ডও এবিষয়ে একটু নজর দেবে। তিনি আরো জানান শহর শিলিগুড়ির এগুলো খুবই প্রাথমিক সমস্যা, অথচ এবিষয়েই শাসকদল পরিচালিত পৌরনিগম উদাসীন ভূমিকা পালন করে চলেছে। শিলিগুড়ির সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করা উচিৎ বলেও জানান। তবেই প্রকৃতপক্ষে এক উন্নত পরিকাঠামো গড়ে তোলা সম্ভব বলে জানান শিলিগুড়ির বিধায়ক। বিধায়ক এদিন শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন এবং রেল আধিকারিকদর প্রয়োজনীয় নির্দেশ দেন। বিধায়ক জানান শিলিগুড়ির পুরবোর্ড যদি মনে করে এই ক্ষেত্রে তাদের সহায়তা প্রয়োজন তবে কেন্দ্রীয় সরকার তাদের পাশে থাকবে। এই ব্যাপারে সাংসদের সাথে আলোচনা করার প্রতিশ্রুতি দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ।








