আবাস যোজনার কাজ পরিদর্শনে জেলাশাসক
পাকা বাড়ি দেখে তালিকায় বাদের নির্দেশ শাসকের
দাবদাহ লাইভ, কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকা যাচাইয়ের কাজের গতি কেমন তা জানতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ঘুরে দেখলেন জেলা শাসক আয়েষা রানি(আই এ এস)। প্রথমে পিছিয়ে পড়া জনজাতিভুক্ত এলাকা লেঙ্গামারাতে যান। সেখানে এলাকার বেশ কয়েকজন প্রবীণ মহিলাদের হাতে শীতবস্ত্রও তুলে দেন। পরে এলাকায় আবাস যোজনার তালিকায় নাম থাকা পরিবারগুলির বাড়িতে ঘুরে দেখেন। লেঙ্গামারা এলাকার গিরিপাড়াতে গিয়ে আবাস যোজনায় কে বাড়ি পাবেন, কারা পাবেন না তা খতিয়ে দেখেন। অনেকের পাকা বাড়ি দেখে মন্তব্য করতেও শোনা যায় জেলা শাসককে। যাদের পাকা বাড়ি আছে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশও দেন পঞ্চায়েতের কর্মীদের। পরে আবাস যোজনার তথ্য যাচাইয়ের কাজে পিছিয়ে থাকা কেশিয়াড়ি পঞ্চায়েতে ঢোকেন আয়েষা রানি। সার্ভের কাজে কেন পিছিয়ে আছে তার খোঁজ নেন। দ্রুত কাজ শেষ করতে পরিদর্শনের টিম বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিডিওকে। মূলত সমীক্ষা বিষয়ে সচিবের সঙ্গে আলোচনা করেন তিনি। জেলা শাসক বলেন, সরকারি পরিষেবা পিছিয়ে পড়া পরিবারগুলি কতটা সুবিধা পাচ্ছেন তা দেখা ও আবাস যোজনার সার্ভে কাজ খতিয়ে দেখতেই মূলত এই পরিদর্শন।








