উত্তরবঙ্গ ডাক কর্মীদের আলোচনা সভা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ডাক কর্মীদের এসোসিয়েশনকে নিয়ে শিলিগুড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের ডাককর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল। এই সভাতে অবসরপ্রাপ্ত ডাককর্মী এবং বর্তমানে কর্মরত ডাককর্মীদের উন্নতি করার জন্য বেশ কিছু নতুন প্রস্তাব আনা হয়। কিভাবে ডাককর্মীরা মানুষকে দিনের পর দিন পরিসেবা দিয়ে চলেছেন সেটা নিয়েও আলোচনা করা হয়। তাদের অবসরের পরে তাদের জীবন যাতে কোনভাবেই অনিশ্চয়তার জীবনে না ঢুকে যায় সেটা নিয়েও এক আলোচনা সভা করেন ডাককর্মীরা। শিলিগুড়ি তথা উত্তরবঙ্গ থেকে প্রায় সাতশো জন ডাককর্মী উপস্থিত ছিলেন এই আলোচনা সভাতে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং জেলা সভাপতি পাপিয়া ঘোষ সহ তৃণমূলের পঞ্চায়েত এলাকার বেশ কিছু নেতৃত্ব। ডাককর্মীরাও তাদের সমস্যার কথা তুলে ধরেন এই আলোচনা সভাতে।








