ডাক্তারের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির তারকেশ্বরে
দাবদাহ লাইভ, হুগলি, শ্রীমন্ত বাগ ও সম্পা মাইতিঃ পূজা চ্যাটার্জীর তত্ত্বাবধান স্বর্গীয় ডাক্তার সুভাষ চ্যাটার্জীর স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত তারকেশ্বর বিডিও অফিস সন্নিকট ৮ নম্বর ওয়ার্ড বিজেপির পার্টি অফিস প্রাঙ্গনে। এই ৫ম বর্ষের রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলে মোট ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই দিন উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি অরিন্দম পাল, জেনারেল সেক্রেটারি সঞ্জিত মন্ডল, তারকেশ্বর বিধানসভার যুব মোর্চা কনভেনার রূপম অধিকারী, তারেকেশ্বর বিধানসভার যুব মোর্চা কো কনভেনার পূজা চ্যাটার্জী, গণেশ চক্রবর্তী, অজয় দাস, মিলন প্রসাদ, হারু চরণ মাঝি, সুনীল পোড়েল, সুরেজ মাঝি সহ অন্যান্য কর্মী নেতৃবৃন্দরা।








