রাজ্যে টেট পরীক্ষা নির্বিঘ্নে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ রাজ্যে টেট পরীক্ষা নির্বিঘ্নে শেষ হল। প্রশাসনিক সহযোগিতার কোন ঢিলেমী নেই বলে পরীক্ষার্থীরা জানালেন। শিলিগুড়িতেও অবাধ ও শান্তিপূর্ণ প রীক্ষা হয়েছে বলে জানা যায়। বেলা ১২টা নাগাদ শুরু হয়েছে প্রাথমিক টেট পরীক্ষা। সকাল থেকে অফিসে বসেই ফোন মাধ্যমে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের খোঁজ খবর নিচ্ছিলেন শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায়। এরপর পরীক্ষা শুরু হতেই প্রতিটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন তিনি। পরিদর্শনে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে, কোথাও কোন অশান্তির খবর আসেনি। তিনি আরো জানান এবারে টেট নিয়ে মানুষের মধ্যে যে আশঙ্কার মেঘ দেখা গিয়েছিল তা টেট পরিক্ষার পরেই শেষ হয়ে গেছে। অঘটন সবসময় ঘটে না। আর মানুষও সেটা হতে দেয় না বলে জানালেন তিনি। তিনি আরো জানালেন শিলিগুড়িতে টেট পরিক্ষা নিয়ে অনেকের মনেই একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল সেটা পরিক্ষার পরে কেটে গেছে। যারা যারা পরিক্ষা দিতে এসেছিল তারা পরিক্ষা দিয়ে নিরাপদেই বাড়ি ফিরে গেছে বলেও জানালেন তিনি।








