হুমাইপুর যুববাহিনীর রক্তদান শিবিরে খাদ্যমন্ত্রী
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডে হুমাইপুর যুববাহিনী স্পোর্টিং ক্লাবের স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ জানালেন রাজ্যে দার্জিলিং জেলায় মহিলারা সব থেকে বেশী রক্তদান করেন। রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝিয়ে বলেন। ক্লাবের সারা বছরের অনেক কর্মসূচীতে তিনি আসেন ও ক্লাব কর্মকর্তাদের ধন্যবাদও জানান। ক্লাবের সম্পাদক সেখ সুলতান কওসার জানান নতুন বছরে ফুটবল টুর্ণামেন্ট শুরু হবে। বিভিন্ন উৎসবে বস্ত্র বিতরণও করা হয় বলে সম্পাদক জানান। মোট আশি জনেরও অধিক রক্তদাতারা অংশ নিয়েছেন। মহিলারাও বেশ সংখ্যায়।
নিউজ এক ঝলকে
হুমাইপুর যুববাহিনীর রক্তদান শিবিরে খাদ্যমন্ত্রী
94%









