ভীন রাজ্য থেকে উদ্ধার বাংলার নাবালিকা
দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ অপহৃত হওয়া বাংলার এক নাবালিকাকে ভীন রাজ্য থেকে উদ্ধার করার পাশাপাশি অপহরনকারীকে গ্রেফতার করে মাটিয়া থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত চৈতা এলাকা থেকে অপহরনের ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া ১৬ বছরের ওই নাবালিকা ১৫ দিন পূর্বে আচমকাই তাঁর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। বাড়ি সহ এলাকার কোথাও মেয়েকে না পেয়ে পরিবারের সদস্যরা আত্মীয় পরিজন সহ পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও মেয়ের খোঁজ না পেয়ে পরিশেষে স্থানীয় থানার দারস্থ হয়ে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নাবালিকার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে যে বর্তমানে ভীন রাজ্য বিহারে নিখোঁজ নাবালিকা অবস্থান করছে। পরবর্তীতে মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস ঘোষের নেতৃত্বে মাটিয়া থানার পুলিশের একটি দল বিহারে পৌঁছায়। এরপর বিহার পুলিশের সহযোগিতায় বিহারেরই গোপালগঞ্জ এলাকায় স্থানীয় চাটুল নাচের একটি আসর থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। পাশাপাশি পরিবারের অজান্তে তাঁকে অপহরণ করে ভীন রাজ্য বিহারে পাড়ি দেবার অপরাধে অপহরণকারী এক যুবককে গ্রেফতার করে মাটিয়া থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় মাটিয়া থানার পুলিশের পক্ষ থেকে।








