স্বাক্ষর নকল করে প্রতারণা করায় গ্রেফতার অভিযুক্ত
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ইঞ্জিনিয়ার এর স্বাক্ষর নকল করে প্রতারণা করার অভিযোগে এক ব্যাক্তিকে আটক করে উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় সুনিতা ডং নামে শিলিগুড়ি পৌরসভার এক ইঞ্জিনিয়ার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেন এই মর্মে যে, কেউ তাঁর স্বাক্ষর নকল করে বিল্ডিং প্ল্যানের অনুমতি প্রদান করে চলেছে বেশ কিছুদিন যাবত। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে শিলিগুড়ি এলাকার বাসিন্দা অমলেন্দু বিশ্বাস নামে এক ব্যাক্তি ওইরূপ ঘৃন্যতম কর্মকান্ড ঘটিয়ে ওই ইঞ্জিনিয়ার সহ বহু মানুষের সাথে প্রতারণা করে চলেছে। স্বাক্ষর নকল করে বিভিন্ন পৌর নিগমের জাল নথি তৈরী করার পাশাপাশি বিল্ডিং প্ল্যানের অনুমতিও প্রদান করে চলেছিল বলে জানায় পুলিশ। এরপরই শিলিগুড়ি এলাকায় হানা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি পুলিশি হেফাজতে নেবার আবেদন জানিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে ধৃতকে শুক্রবার বিধাননগর আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। কিন্তু ধৃত কতদিন যাবত ওই প্রতারণামূলক কাজের সাথে যুক্ত, কারো কথায় সে ওই কাজ করেছে কিনা, শিলিগুড়ির ওই ইঞ্জিনিয়ার এর স্বাক্ষর নকল করে প্রতারণা করার পেছনে অন্য কোনো কারন আছে কিনা, ওইরূপ কর্মকান্ডের পেছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা উঠে এসেছে এমনই নানান প্রশ্ন। তদন্ত সাপেক্ষে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হবে বলে জানায় পুলিশ।








