নন্দীগ্রামে বিজেপি কর্মী আক্রান্ত
দাবদাহ লাইভ, নন্দীগ্রাম, অক্ষয় গুছাইতঃ পুর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ ব্লকের হসপিটাল মোড় সংলগ্ন এলাকায় বিজন দাস নামে এক বিজেপি নেতা সকালে বাজার করে ফেরার পথে আক্রান্ত। পরিকল্পিতভাবে পুরনো বিবাদকে কেন্দ্র করে তার উপরে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠছে। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিত্সা করানোর পরে নন্দীগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন বলে জানা যায়। তিনি আরও অভিযোগ করেন বিজেপি করার অপরাধে তার ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি প্রাণে মেরে ফেলার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। উল্লেখ্য, আগামী বছরে পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতে চলেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, পারিবারিক অশান্তির জেরেই বিজনের উপর এই আক্রোশ; এর সাথে দলের কেউ যুক্ত নয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপান উতোর তৈরি হয়েছে।








