পুলিশের হাতে গ্রেফতার অবৈধ গাছকাটা ঠিকাদার
দাবদাহ লাইভ, খড়গপুর, অক্ষয় গুছাইতঃ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দুই নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গঙ্গারামপুর এলাকায় অবৈধভাবে সরকারি গাছ কাটা আটকালো গ্রামবাসীরা। এলাকার লোকেদের অভিযোগ, গতকাল থেকে গ্রামীণ রাস্তার দু’ধারে সরকারি গাছ কাটা চলছিল। ঠিকাদারকে বহুবার গাছ কাটার অনুমতি দেখতে চাইলে তিনি অনুমতির কাগজ দেখাতে পারেননি। সেই কারণে গ্রামবাসীরা গাছ কাটা বন্ধ করে দেয়। বুধবার থেকেই শুরু হয়েছিল গাছ কাটার কাজ। গ্রাম পঞ্চায়েত প্রধানও গাছ কাটার অনুমতি না থাকার কথা জানান গ্রামবাসীদের। এর পর ঠিকাদার নিজের লোকেদের নিয়ে গাছ কাটতে গেলে এলাকার লোকেরা তাকে বাধা দেয় এবং পুলিশে খবর দেয়। পরবর্তীকালে খড়গপুর লোকাল থানার পুলিশ অবৈধভাবে যেসব গাছগুলো কাটা হয়েছিল সেগুলো উদ্ধার করে এবং ঠিকাদারকে গ্রেফতার করে।








