নলকূপ থাকতে জল সঙ্কটে কলসুরবাসী
দাবদাহ লাইভ, দেগঙ্গা, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ জল ব্যাতীত জীবকূলের কেউ বেশিদিন বাঁচতে পারে না বলে জলকে বলা হয় জীবন। দীর্ঘদিন যাবত এলাকায় নলকূপ থাকলেও নেই জল। অতিব জল সঙ্কটে থাকা মানুষের চরম পরিনতির কথা তুলে ধরা হল জনসম্মুখে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার দেগঙ্গা একেই আর্সেনিক প্রবণ এলাকা বলে পরিচিত। তার উপর এলাকায় রয়েছে পানীয় জলের বিপুল সমস্যা, এ যেন স্থানীয়দের কাছে ‘গোদের উপর বিষফোঁড়া’। পানীয় জলের জন্য স্থানীয়দের পাড়ি দিতে হয় বহুদূর। এই পরিস্থিতিতে এলাকাবাসীরা দীর্ঘ বহু বছর যাবত এলাকায় অত্যাধুনিক আর্সেনিক মুক্ত গভীর নলকূপের দাবি করে। স্থানীয়দের দাবি অনুযায়ী দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের চৌকিপোতা এলাকায় বসানো হয় আর্সেনিক মুক্ত একটি গভীর নলকূপ। যা দীর্ঘদিন যাবত একেবারে অকেজো হয়ে পড়ে আছে ফলে এলাকাবাসীদের পার্শ্ববর্তী গ্রামে যেতে হয় পানীয় জলের জন্য। গ্রামবাসীরা জল সঙ্কটে ভুগলেও নীরব দর্শক প্রশাসন এমনটাই অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়দের কথায় এলাকায় আর্সেনিক মুক্ত নলকূপ বসানোর দাবিতে বহুবার বিভিন্ন পথ অবলম্বন করেছে তারা। শেষমেশ চৌকিপোতা এলাকায় একটি গভীর নলকূপ বসানো হয়। কিন্তু ওই নলকূপ থেকে পরিষ্কার পানীয় জলের বদলে সর্বদাই দুর্গন্ধযুক্ত জল বের হয়। ফলে ওই নলকূপের জল পান করতে ব্যার্থ হওয়ায় অদূরে পাড়ি দিয়ে দীর্ঘ সময় অতিবাহিত করে লাইনে দাঁড়িয়ে থেকে পানীয় জল সংগ্রহ করতে হয়। তবে প্রাণ ভরে জল পান করে তৃপ্তি মেটানোর উপায় একেবারেই নেই বলে জানায় স্থানীয়রা। তারা এও জানায় নলকূপটি থেকে সর্বদা দুর্গন্ধযুক্ত জল বের হবার কারনে সেটা কেউ ব্যবহার করে না। ফলে ৩ মাস যাবত নলকূপটি একেবারে অকেজো হয়ে পড়ে থাকার কারনে জলের সমস্যা সমাধান হওয়ার পরিবর্তে এখনও জল সঙ্কটে ভুগছে চৌকিপোতার মানুষজন। তাদের দাবি জল সমস্যার সমাধানের জন্য সরকারিভাবে বসানো কিন্তু বর্তমানে অচল হয়ে থাকা গভীর নলকূপটি অবিলম্বে সারানোর উদ্যোগ গ্রহণ করে এলাকাবাসীর প্রাণ বাঁচাক প্রশাসন। একই সমস্যায় জর্জরিত দক্ষিণ কলসুরের চৌকিপাড়া এলাকার বাসিন্দারা। তাদের কথায় নলকূপটি বসানোর পর একবার খারাপ হয়ে গেলে মেরামত করা হয়েছিল। কিন্তু পুনরায় প্রায় ৩ মাস যাবত সেটি খারাপ হয়ে পড়ে থাকায় পার্শ্ববর্তী গ্রামে গিয়ে তাদের পানীয় জল সংগ্রহ করে সমস্যার সমাধান করতে হয়। এক্ষেত্রে পঞ্চায়েতের পক্ষ থেকে ওই নলকূপটি সারানোর কোনোরূপ দায়ভার গ্রহণ করছে না বলে অভিযোগ স্থানীয়দের। চৌকিপাড়ার বাসিন্দারাও জল সমস্যা সমাধানের জন্য প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন যাবত বিকল হয়ে পড়ে থাকা নলকূপটি সারানোর ব্যাবস্থা গ্রহণ করার দাবি জানায়। বিষয়টি খতিয়ে দেখে খুব শীঘ্রই ওই নলকূপ মেরামতের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান পঞ্চায়েত প্রধান অজয় বৈদ্য।

















